• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনের করোনা পরীক্ষা কেন্দ্র গুড়িয়ে দিল ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২০, ০৮:২৭
ফিলিস্তিনের করোনা পরীক্ষা কেন্দ্র গুড়িয়ে দিল ইসরায়েল
বিমান হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিমতীরে করোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি তল্লাশি চৌকিকে এবার গুড়িয়ে দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। সোমবার (২০ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশ মুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সেই তল্লাশি চৌকিটি বানিয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। তাছাড়া মৃত্যু হয়েছে আরও তিনজনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬০ জন। তাছাড়া মৃত্যু হয়েছে ৬৫ জন।

চিকিৎসকরা জানান, করোনা আক্রান্তদের মধ্যে ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। যদিও গোটা দেশে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে একজনও করেনামুক্ত হয়নি।

সামরিক সূত্র জানায়, সোমবার ভোরে জেনিনসহ স্থানীয় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেপ্তারে সামরিক অভিযান চালায় ইহুদিবাদী সেনারা। এ সময় ফিলিস্তিনের ভূখণ্ডে ব্যাপক মাত্রায় গুলি চালানো হয়।

এবার ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন ফিলিস্তিনের এক যুবক। পরে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনারা। মূলত তখনই বিমান থেকে গোলাবর্ষণ করে সেই তল্লাশি চৌকিটি গুড়িয়ে দেয়া তারা।

আরও পড়ুন : ফিলিস্তিনের গভর্নরকে ফের গ্রেপ্তার করল ইসরায়েলি সেনারা

উল্লেখ্য, করোনা ভাইরাসের মহামারির মধ্যেও পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সাধারণ নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত মাসে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িঘর ভেঙ্গে দেয় তারা। এতে বাস্তুচ্যুত হন ফিলিস্তিনের দেড় শতাধিক বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড