• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসাদপন্থিদের অংশগ্রহণে সিরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই ২০২০, ১০:২১
আসাদপন্থিদের অংশগ্রহণে সিরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
সিরিয়ায় ভোট প্রদান করছেন প্রেসিডেন্ট আসাদ (ছবি : খালিজ টাইমস)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবারের (১৯ জুলাই) এ নির্বাচনে মূলত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতরা অংশ নিয়েছেন। তারা প্রধানত আসাদের নিজ দল বাথ পার্টির সদস্য কিংবা দলটির রাজনৈতিক মিত্র। এবার ভোটগ্রহণও অনুষ্ঠিত হচ্ছে কেবল আসাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটি দেশটিতে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ নির্বাচন।

দীর্ঘ ২০ বছর যাবত সিরিয়ার ক্ষমতায় আছেন রাশিয়া ও ইরান সমর্থিত বাশার আল আসাদ। এবারের নির্বাচনেও দৃশ্যত তার দল নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরতে যাচ্ছে। অনেকটা একদলীয় নির্বাচন হওয়ায় দীর্ঘ গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকট আসাদের বিজয় নিশ্চিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হাজারেও অধিক প্রার্থী। এদের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একাধিক ব্যবসায়ীও রয়েছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলেই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে টানা দুই দফায় নির্বাচনটি পেছানো হয়।

আরও পড়ুন : আমিরাতের মঙ্গল অভিযান শুরু (ভিডিও)

এর আগে সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনে বাথ পার্টি ও দলটির মিত্ররা ২৫০ আসনের পার্লামেন্টে ২০০টি আসন পেয়ে জয়লাভ করে। আর বাকি আসনগুলোতে জয় পেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড