• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৫৪ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই ২০২০, ১১:৪৩
তুরস্কে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৫৪ জনের মৃত্যু
নৌকাডুবির ঘটনায় হতাহতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : আল-জাজিরা)

তুরস্কে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। প্রায় তিন সপ্তাহের তল্লাশি অভিযান শেষে শনিবার (১৮ জুলাই) স্থানীয় সরকারের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু বলেছেন, গত ২৭ জুন লেক ভ্যানে ডুবে যাওয়া নৌকায় অন্তত ৬০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানে সীমান্তের কাছের এই হ্রদ ব্যবহার করে প্রায়ই তুরস্ক হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন ইরান, আফগানিস্তান এবং অন্যান্য দেশের অভিবাসন প্রত্যাশী নাগরিকরা।

গত বছরের ডিসেম্বরে এই হ্রদে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত সাতজনের প্রাণহানি ঘটে। এছাড়া নৌকাডুবির এই ঘটনায় উদ্ধার করা হয় ৬৪ জনকে।

আরও পড়ুন : কতটা ভয়ঙ্কর চীন-মার্কিন স্নায়ুযুদ্ধের উত্তাপ?

২০১৫ সালে তুরস্ক থেকে গ্রিসে পৌঁছায় ১০ লাখের বেশি অভিবাসন প্রত্যাশী। যদিও তহবিলের বিনিময়ে অভিবাসন প্রত্যাশীদের গ্রহণে আঙ্কারা রাজি হওয়ায় ২০১৬ সালে সেই সংখ্যা কমে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড