• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসামে বন্যায় ৭৯ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই ২০২০, ১০:০৯
আসামে বন্যায় ৭৯ জনের প্রাণহানি
বন্যার পানিতে ভাসছে আসাম (ছবি : দ্য হিন্দু)

চলতি বছরের জুন মাসের শেষের দিকে বন্যায় তেমন প্রাণহানি না হলেও জুলাইয়ের বানে কমপক্ষে ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী ভারতীয় রাজ্য আসামে বন্যা দেখা দিলে গোটা দেশেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

কেননা ভারতের ওই অঞ্চল ও আশপাশের অঞ্চলগুলোতে অতিবৃষ্টির কারণে দেশের বন্যা প্রবণ বড় বড় নদ-নদীগুলো ফুলে ফেঁপে একাকার হয়ে যায়। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) বরতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) পর্যন্ত তীব্র বন্যায় কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও কিছু লোক।

এএসডিএমএ জানিয়েছে, পৃথিবীর অন্যতম বড় নদী ব্রহ্মপুত্রের পানি এরই মধ্যে রাজ্যের বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এতে প্লাবিত হয়েছে আসামের ২৬টি জেলার নিন্মাঞ্চল।

এবার দুই হাজার ৬৭৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরছাড়া হয়েছে ২৭ লাখ ৬৩ হাজার ৭১৯ জন মানুষ। এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪০৪ হেক্টর জমির ফসল।

রাজ্য সরকার দুর্গতদের সহায়তায় এরই মধ্যে ৬৪৯টি সহায়তা কেন্দ্র খুলেছে। তাছাড়া ৪৭ হাজার ৪৬৫ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৮১টি নৌযান নিয়োজিত করা হয়েছে, এতে ৫১১ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

এ দিকে কাজীরাঙ্গা জাতীয় উদ্যানও চলতি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্যানের ৯৬টির মতো প্রাণী বন্যার পানিতে মারা গেছে।

আরও পড়ুন : কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত

অপর দিকে বাংলাদেশেও ব্রহ্মপুত্রসহ উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত ২৬ জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। যার মধ্যে ১০ জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে বর্ষণ বেড়ে গেলে ফের পরিস্থিতি অবনতি হওয়ার আভাস দিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড