• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়াকে ধ্বংসের হুঁশিয়ারি মিশরের

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২০, ১৩:২৫
লিবিয়াকে ধ্বংসের হুঁশিয়ারি মিশরের
ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

লিবিয়া সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি বলেছেন, জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি কোনো হুমকি আসলে আমরা কখনোই অলস বসে থাকব না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন আবদেল ফাতাহ আল-সিসি। মূলত সেই বৈঠক শেষে বিবৃতির মাধ্যমে লিবিয়া সরকারকে হুমকি দেন তিনি। খবর আল-জাজিরার।

মিশরের প্রেসিডেন্ট বলেন, জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি কোনো হুমকি আসলে মিসর অলস বসে থাকবে না। বরং শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়া হবে।

এ সময় কেবল মিসর নয় লিবিয়া এবং আঞ্চলিকভাবে কোনো হুমকিকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। মূলত লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার জিএনএকে এই হুঁশিয়ারি দেন সিসি।

বৈঠকে লিবিয়ার বিদ্রোহী হাফতার গোষ্ঠীর এ নেতারা সিসিকে আহ্বান জানান, কায়রো যাতে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করে।

২০১৪ সাল থেকে দুইভাগে বিভক্ত লিবিয়ার গৃহযুদ্ধে হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে আরব আমিরাত, রাশিয়া এবং মিশর। অন্যদিকে ত্রিপোলি সরকার জিএনএকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।

আরও পড়ুন : ইসরায়েলের শয়তানি বন্ধে ক্ষমতা দেখাতে প্রস্তুত ইরান

সিসির এই বক্তব্যের নিন্দা জানিয়েছে জিএনএ। ত্রিপোলি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-কাবলাভি বলেন, সিসির এই বক্তব্য কখনোই শান্তির উদ্দেশে নয়। তিনি বরং লিবিয়ায় চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড