• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

'রামায়ণের কোনো অস্তিত্বই নেই', নেপালি পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১৭:৪৮
pradip gayiwali

ভারতে বাবর মসজিদ ভেঙ্গে বিতর্কিত রামমন্দির নির্মাণ করছে দেশটির সরকার। এমনই সময় রাম নিয়ে আরও বিতর্ক উসকে দেন নেপালের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতে গিয়ে আরও এক ধাপ এগিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামায়ণের কোনো অস্তিত্বই নেই।

হিন্দু দেবতা রামকে নেপালি বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তারই সাফাই গাইতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিওয়ালি। তার কথায়, 'কেবল বিশ্বাসের ভিত্তিতে আমরা রামায়ণকে অনুসরণ করে চলেছি। এর কোনও বাস্তব ভিত্তি নেই। বরং ভারত-নেপাল দু দেশে, এ নিয়ে বিস্তর গবেষণা চালাচ্ছে। সেই গবেষণা ফল মিললে আসল সত্য উদঘাটিত হবে।'

আর নেপালের এই একের পর এক মন্তব্যে ব্যাপক চটেছেন ভারতীয় ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা।তাদের ধারণা ভারতে অশান্তি সৃষ্টির লক্ষ্যে চীন ও পাকিস্তানের ইন্ধনেই এমন মন্তব্য করছেন কেপি শর্মা অলি। তার এই মন্তব্য দ্রুত প্রত্যাহার করা উচিৎ বলেও মনে করেন ভারতীয় ধর্মীয় নেতারা। তবে নেপাল যে এত সহজে বিতর্ক মেটাবে না তাদের বিদেশমন্ত্রীর মন্তব্যেই স্পষ্ট।

নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করতে গিয়ে নেপালের বিদেশমন্ত্রী আরও বলেন, 'আমরা জানি সীতার জনকপুরে জন্ম। রাম জন্মেছিলেন অযোধ্যায়। কিন্তু, যেদিন গবেষণা এর বাইরে অন্য কিছু প্রমাণ করবে, সেদিন রামায়ণের ইতিহাস নিজেই বদলে যাবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড