• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এটা বুঝে না'

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১৭:১৭
গোমূত্র

গরুর দুধে সোনা মন্তব্য করে ট্রলের শিকার হয়েছিলেন ভারতের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন নিজেকে। তিনি বলেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। গাধারা গরুর কথা বুঝবে না! তিনি আরও বলেন, গোমূত্র খেয়েই আমরা সুস্থ থাকবো।

খবরে বলা হয়, প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হয় বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও মর্নিংওয়াক সেরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপবাবু। সকলকে পরামর্শ দেন গোলমরিচ, তুলসীপাতা, মধু দিয়ে ভাল করে নাড়া বানানোর।

এরপরই গোমূত্র প্রসঙ্গে বলেন, “আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভাল থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!”

এসময় তিনি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, “তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড