• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উগ্রবাদীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলছে না পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০২০, ১২:৫৬
উগ্রবাদীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলছে না পাকিস্তান
উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা (ছবি : দ্য ডন)

নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৪ জুলাই) পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি ইসলামাবাদে এক বক্তৃতায় ব্রিটিশ গণমাধ্যমগুলোর এই খবরকে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, পাকিস্তান সরকার নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেছে। খবর পার্সটুডের।

এমনকি জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে যেসব উগ্রবাদীর নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও ইসলামাবাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না বলে দাবি করেছেন আয়েশা ফারুকি।

পাকিস্তান সরকার ২০১৮ সালে ‘এফএটিএফ’ভুক্ত দেশগুলোর অন্তর্ভুক্ত হওয়ার পর এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক কালো তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সব উগ্রবাদী গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

কোনো দেশ এফএটিএফ’ভুক্ত দেশ হতে পারলে তার পক্ষে বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করার কাজ সহজ হয়। এ ছাড়া এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত দেশগুলো নানা ধরনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়।

আরও পড়ুন : বুকের মাঝেও করাত চালানো হয় ফাহিমের!

ব্রিটিশ গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের সত্যতা প্রমাণিত হলে এফএটিএফ পাকিস্তানকে তার কালো তালিকায় ফেলে দিতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড