• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাস্ক পরা নিয়ে তর্ক শেষ পর্যন্ত গড়াল প্রাণঘাতী গোলাগুলিতে

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই ২০২০, ১৪:৫৪
মাস্ক পরা নিয়ে তর্ক শেষ পর্যন্ত গড়াল প্রাণঘাতী গোলাগুলিতে
যুক্তরাষ্ট্র পুলিশ (ছবি : সিএনএন)

যুক্তরাষ্ট্রের মিশিগানে মাস্ক পরাকে কেন্দ্র করে তর্কের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) এই ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

পুলিশের নিহত ব্যক্তির নাম সিন রুইস। তার বয়স ৪৩ বছর।

মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মিশিগানের ল্যান্সিংয়ের কাছে একটি দোকানে সিন রুইস নামের ওই ব্যক্তি একটি দোকানে মাস্ক না পরে প্রবেশ করেন। তবে করোনাকালে মাস্ক না পরায় তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ।

এক পর্যায়ে ওই বৃদ্ধকে কুপিয়ে জখম করেন তিনি। পরে সেখান থেকে পালিয়ে যান সিন রুইস। পরে তাকে আটক করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেন রুইস। ওই সময় পুলিশের গুলি ছুড়লে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

রুইসের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। এ দিকে ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলকে জবরদখল বন্ধের হুঁশিয়ারি

গত মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি দোকানে মাস্ক না পরায় নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারান এক ক্রেতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড