• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই ২০২০, ১১:৫৩
আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা (ছবি : সিএনএন)

আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, দোহায় তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হলো।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে বলেও টুইট বার্তায় দাবি করেন খালিলজাদ। তবে তিনি পাঁচ মার্কিন ঘাঁটির নাম না বললেও আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, এসব ঘাঁটি দেশটির উরুজগান, হেলমান্দ, পাকতিকা ও লাগমান প্রদেশে অবস্থিত।

কাতারের দোহায় তালেবানের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর গত মার্চ মাসে শান্তি চুক্তি স্বাক্ষর করে মার্কিন প্রশাসন।

এসব ঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে নাকি ধ্বংস করে ফেলা হয়েছে তাও জানাননি মার্কিন বিশেষ প্রতিনিধি। তিনি সরিয়ে নেওয়া মার্কিন সেনা সংখ্যার কথাও বলেননি।

আরও পড়ুন : ইসরায়েলকে জবরদখল বন্ধের হুঁশিয়ারি দিল ইইউ

জালমাই খালিলজাদ এমন সময় আফগানিস্তান থেকে উল্লেখযোগ্য সংখ্যায় মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি করলেন যখন মার্কিন সরকার দোহা চুক্তি বাস্তবায়ন না করায় তালেবানও তাদের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড