• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবে, কারা পাবে ভ্যাকসিন, দিনক্ষণ জানাল রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২০, ২১:৩০
ভ্যাকসিন

রবিবার রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয় দাবি করেছে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন মানব দেহে সফল ট্রায়াল সম্পন্ন করেছে। এবার ভ্যাকসিন বাজারের আনার সময়ও জানিয়ে দিল তারা। রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন অগাস্টেই বাজারে আসতে চলেছে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন।

এটি তৈরি করেছে গামেলেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। ইনস্টিটিউট ফর ট্রান্সল্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম তারাসভ জানিয়েছেন, সেচেনভ বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল সম্পূর্ণ করেছে। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছিল ১৮ জুন। প্রথম দফার স্বেচ্ছাসেবক যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাদের ১৫ জুলাই ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয় দফায় যাদের দেওয়া হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হবে ২০ জুলাই।

আরও পড়ুন- চীনের উপর কখনও হামলা করবে না আমেরিকা, জাপান, ইতালি

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লিনিক্যাল রিসার্চের প্রধান গবেষক এলিনা স্মলইয়ারচাক রাশিয়ার সংবাদ সংস্থাকে বলেছেন, স্বেচ্ছাসেবকদের ওপর ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করা হয়েছে। এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে।

গামালেই সেন্টারের ডিরেক্টর অ্যালেক্সান্ডার জিন্টসবার্গ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা আশা করছেন ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যে ওই ভ্যাকসিন নাগরিকদের জন্য এসে পড়বে। তবে বেসরকারি সংস্থাগুলি এর উৎপাদন শুরু করবে সেপ্টেম্বর থেকে।

এদিকে জাতিসংঘ জানিয়েছেন, ৩ ফেজের ট্রায়ালের পরেই বেশি সংখ্যায় ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে এখনও তা হয়নি। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী রাশিয়ার ভ্যাকসিন এখনও ফেজ ওয়ান ট্রায়ালে রয়েছে। বিশ্বের কোনও ভ্যাকসিনেরই থার্ডফেজের ট্রায়াল হয়নি বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।