• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক মাসেই পতন হবে অলির, ভারতীয় পুরোহিতদের অভিশাপ

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২০, ১৫:৫৩
রামকে নিজ দেশি দাবি করে বিপাকে নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (ছবি : দ্য হিন্দু)

হিন্দুদের দেবতা রামচন্দ্রকে নেপালি বলে দাবি করায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে 'পাগল' বলে কটাক্ষ করলেন অযোধ্যার পুরোহিতরা। পুরোহিতরা ভবিষ্যদ্বাণী করে বলেছেন, এক মাসের মধ্যে পতন ঘটবে নেপালের বর্তমান সরকারের।

নেপালের প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে রাম মন্দির ট্রাস্টের সদস্য মহন্ত দীনেন্দ্র দাস বলেছেন, ভগবান রাম এখানে জন্মেছিলেন। অযোধ্যায় তার জন্ম। তিনি অযোধ্যারই ছিলেন, এটাই জনপ্রিয় বিশ্বাস। এটা সত্য যে সীতা নেপালের ছিলেন। তবে ভগবান রামও নেপালি ছিলেন, এই দাবি ঠিক নয়। ওলির মন্তব্যের নিন্দা করছি।

আরেক পুরোহিত তথা রাম দল ট্রাস্টের প্রধান রাম দাস মহারাজের আবার সন্দেহ ওলি পাকিস্তানের হয়ে কাজ করছেন। তার দাবি, আগে নেপাল একটি হিন্দু রাষ্ট্র ছিল। তবে এটি এখন চীন ও পাকিস্তানের কথায় চলছে।

তিনি আরও বলেছেন, আমাদের ধর্মীয় বইয়ে একটি লাইন আছে। যার উত্তর দিকে সরযূ নদী প্রবাহিত হয়, ওটাই অযোধ্যা। আর নেপালে কোনও সরযূ নদী নেই। কিভাবে তিনি এটা দাবি করেন যে, রাম নেপালি ছিলেন। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, এক মাসের মধ্যে তিনি পদ হারাবেন।

অযোধ্যার আরেক পুরোহিত মহন্ত পরমহংস আচার্য ওলির প্রতি আক্রমণ করে বলেছেন, তিনি নিজেই নেপালি নন। তাই নেপালের সংস্কৃতির কথাও জানেন না। ভগবান রাম সারাবিশ্বের। তিনি অযোধ্যায় জন্মেছিলেন। ওলি নিজেদের লোকেদের ঠকাচ্ছেন। নেপালের মানুষের উচিত তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। নইলে তাদের কঠিন অবস্থার মুখে পড়তে হবে। তার বলায় কিছু এসে যায় না। ওলি পাগল।

সোমবার (১৩ জুলাই) এক অনুষ্ঠানে ওলি দাবি করেন, রামচন্দ্র ভারতীয় ছিলেন না। আসল অযোধ্যার অবস্থান ভারতে নয়। অযোধ্যা আসলে নেপালে!

নেপালি সংবাদমাধ্যম 'খবর হুব' এক প্রতিবেদনে জানিয়েছে, 'ভানু জয়ন্তী' উপলক্ষে সোমবার নিজের বাসভবনে বক্তব্য রাখার সময় নেপালের প্রধানমন্ত্রী বলেন, ভারত সাংস্কৃতিক সীমা লঙ্ঘনের জন্য নকল অযোধ্যা নির্মাণ করেছে। আসল অযোধ্যা নেপালে আছে।

তার দাবি, সত্যিকারের অযোধ্যা বীর গঞ্জের পশ্চিমে, থোরিতে। কিন্তু, ভারত সেই সত্যের বিকৃতি ঘটিয়েছে। ভারতীয় অঞ্চলে ভগবান রাম জন্মেছেন বলে তারা দাবি করে।

আরও পড়ুন : ওত পেতে আছে চীন-পাকিস্তান-নেপাল, পরিস্থিতি দেখে উদ্বিগ্ন ভারত

ওলির ভাষায়, ভারতের অযোধ্যার রাজকুমারের হাতে আমরা সীতাকে তুলে দিইনি। আমরা নেপালি রাজকুমারের হাতে সীতাকে তুলে দিয়েছিলাম। ভারতের অযোধ্যাই যদি সত্য হত, তাহলে সেখানকার রাজকুমার বিয়ে করার জন্য নেপালে এলেন কেন?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড