• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ চীনা সাগরে মার্কিন হস্তক্ষেপ মানবে বা বেইজিং

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২০, ১৫:১৯
দক্ষিণ চীনা সাগরে মার্কিন হস্তক্ষেপ মানবে বা বেইজিং
চীনের যুদ্ধজাহাজ (ছবি : ইউরো নিউজ)

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। তারই জের ধরে সরাসরি জড়িত না হয়েও দক্ষিণ চীনা সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার তীব্র প্রতিবাদ জানাল চীন। বলল, এটা ‘একেবারেই অযৌক্তিক’।

দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল মার্কিন বিদেশ দফতরের এক বিবৃতিতে।

তার জবাবে মঙ্গলবার (১৪ জুলাই) আমেরিকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি জড়িত নয়। তা সত্ত্বেও এই বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে।

চীনা দূতাবাসের বিবৃতিতে দক্ষিণ চিন সাগরে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের পেশিশক্তি প্রদর্শনেরও কড়া সমালোচনা করা হয়েছে।

আরও পড়ুন : ওত পেতে আছে চীন-পাকিস্তান-নেপাল, পরিস্থিতি দেখে উদ্বিগ্ন ভারত

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ চীন সাগরে শান্তিস্থাপনের অজুহাতে যুক্তরাষ্ট্র আদতে পেশিশক্তি প্রদর্শন করছে, করে চলেছে। এতে দক্ষিণ চীন সাগর এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। তা ওই এলাকার দেশগুলোর মধ্যে বিরোধকে আরও উস্কে দিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড