• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টানা বৃষ্টিতে জলমগ্ন নেপালে চারদিনে ৬০ মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২০, ১৫:০৫
টানা বৃষ্টিতে জলমগ্ন নেপালে চারদিনে ৬০ মৃত্যু
বন্যা কবলিতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : এনডিটিভি)

প্রবল বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ফলে গত চারদিনেই নেপালের বিভিন্ন জায়গায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪০ জন। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক লোক। যার মধ্যে রবিবার (১২ জুলাই) মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

সরকারিভাবে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। এ দিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধসের কারণে গত চারদিনে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল সাতজনের মৃত্যু হয়েছে মায়াগদি, দু'জনের জাজারকোট ও একজনের সিন্ধুপালচক জেলায়। এছাড়া পূর্ব প্রান্তে অবস্থিত শঙ্খুওয়াসাভা জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে আটটি বাড়ি নদীর পানিতে ভেসে গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১১ জন।

আরও পড়ুন : ওত পেতে আছে চীন-পাকিস্তান-নেপাল, পরিস্থিতি দেখে উদ্বিগ্ন ভারত

এ প্রসঙ্গে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৭২ ঘণ্টায় নেপালের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে এখন পর্যন্ত অর্ধশতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কিছু লোক নিখোঁজের পাশাপাশি এখন পর্যন্ত ৪০ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড