• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি, কেবল ইরানের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা : প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২০, ১৩:২৪
মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি, কেবল ইরানের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা : প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : প্রতীকী)

ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করছে কিন্তু ইরানের বিরুদ্ধে তারা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে চায়। মার্কিন অস্ত্র বিক্রি করার কারণে এ অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

উলাইয়ানভ বলেন, এ অঞ্চলের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখতে চাওয়া খুবই প্রশ্ন সাপেক্ষ বিষয়। ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে কৌশল নিয়েছে তারই অংশ হিসেবে আমেরিকা এ অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চাইছে।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ২০১২ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসারে পাঁচ বছর পর ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।

আরও পড়ুন : লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে তুরস্ক, অভিযোগ মিশরের

সে হিসাব অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু আমেরিকা নানা অজুহাতে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে চাইছে। এরই মধ্যে চীন ও রাশিয়া বলেছে, আমেরিকা কোনোভাবেই ইরান-বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারবে না।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড