• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষে ৪ সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২০, ০৮:২৬
আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষে ৪ সেনা নিহত
আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে চলছে গোলাগুলি (ছবি : মর্নিং স্টার)

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষে উভয় দেশের অন্তত ৪ সেনার প্রাণহানি ঘটেছে। সোমবার (১৩ জুলাই) উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষ ও হতাহতের কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের চার সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে। আর আর্মেনিয়া জানিয়েছে তাদের অন্তত দুই সেনা আহত হয়েছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে।

রবিবার (১২ জুলাই) উভয় দেশের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আজারবাইজান সীমান্তের অভ্যন্তরে নাগর্নো-কারাবাখ ছিটমহল আর্মেনিয়ান আদিবাসীদের নিয়ন্ত্রণে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে তারা স্বাধীনতার ঘোষণা দেয়।

আরও পড়ুন : মার্কিন বিমানবাহী রণতরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক হতাহত (ভিডিও)

১৯৯৪ সালে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় দেশে একে অপরের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড