• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউক্রেন সশস্ত্র ড্রোন কিনতে চায় তুরস্ক থেকে 

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই ২০২০, ২২:০৯
করোনা
ছবি : সংগৃহীত

তুরস্কের কাছ থেকে আরো সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেশটির রাজধানী কিয়েভে এক সরকারি সফরে এ বিষয়ে আলোচনা হয়েছিল।

তুরস্ক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রি তারান শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের সাথে বৈঠকে তুরস্কের তৈরি ড্রোন কিনতে ইচ্ছা প্রকাশ করেন।

ওই বৈঠকে দুই প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক ও বিমান প্রকল্পে ভবিষ্যত সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

এর আগে ২০১৯ সালে ইউক্রেন তার সেনাবাহিনীর জন্য তুরস্ক-উৎপাদিত পর্যবেক্ষণ ও স্ট্রাইক ড্রোন কিনেছিল। এই চুক্তির অংশ হিসেবে, তুরস্কের সংস্থা বেয়কারের উৎপাদিত বাইরাক্টর টিবি-২ ড্রোনগুলো এক বছরের মধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীতে সরবরাহ ও তিনটি গ্র্যান্ড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হবে।

সংস্থার ওয়েবসাইটটের তথ্য অনুসারে, টিবি-২ সর্বাধিক ৫৫ কেজি ওজনসহ (১২১ পাউন্ড) ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ছয় হাজার ৮৫০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। সূত্র: আনাদুলু এজেন্সি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড