• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিষেধাজ্ঞার খেলা খেলছে চীন-যুক্তরাষ্ট্র  

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই ২০২০, ২১:৩৭
করোনা
ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞার খেলায় মজেছে চীন-যুক্তরাষ্ট্র। চীনের উইঘুর মুসলিম নিপীড়নের অভিযোগে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই নিষেধাজ্ঞার জবাব নিষেধাজ্ঞা আরোপ করেই দিল চীন। যুক্তরাষ্ট্রের দুই সিনেটরসহ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সোমবার নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেন। নিষেধাজ্ঞায় পড়েছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ, সিনেটর মার্কো রুবিও এবং প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস স্মিথ ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসেডর এট লার্জ স্যাম ব্রাউনব্যাক। এ ছাড়া চীনবিষয়ক মার্কিন কংগ্রেসনাল-এক্সেকিউটিভ কমিশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি হুয়া। নিষেধাজ্ঞার আওতায় মার্কিন কর্মকর্তাদের ওপর কি কি বিধিনিষেধ প্রযোজ্য হবে সে ব্যাপারেও কিছু জানাননি তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ। এতে আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি লঙ্ঘিত হওয়া ছাড়াও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চীন পরবর্তীতে আরও পদক্ষেপ নেবে। সূত্র: সিবিসি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড