• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে প্রথম নারী প্রধান বিচারপতি

  অধিকার ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩

ছবি : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম উচ্চ আদালতে কোন নারীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার পাকিস্তানের বেলুচিস্তান উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস রচনা করলেন বিচারপতি সৈয়দা তাহিরা সাফদার।

শুধুমাত্র বেলুচিস্তান রাজ্যেই নয়, পাকিস্তান রাষ্ট্রে এই প্রথম কোন বেসামরিক এবং কোন নারীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি সদ্য সাবেক বিচারপতি মোহাম্মদ নুর মাসকাঞ্জাহের স্থলাভিষিক্ত হলেন।

উচ্চ আদালতের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী এবং মুখ্যমন্ত্রী জাম কামাল খানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিচারপতি সৈয়দা তাহিরা সাফদার বেলুচিস্তান উচ্চ আদালতের ১৮তম বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৫৭ সালের ৫ অক্টোবর কুয়েট্টাতে জন্মগ্রহণ করেন তিনি। বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে উর্দুতে স্নাতকোত্তর সম্পন্ন করে কুয়েট্টা আইন মহাবিদ্যালয় থেকে ১৯৮০ সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৯ সালের ৪ অক্টোবর পর্যন্ত বেলুচিস্তান উচ্চ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবে বলে জানায় সংবাদ মাধ্যম ‘গালফ নিউজ’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড