• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

একাধিকবার করোনার সর্বোচ্চ সংক্রমণ হবে ভারতে 

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই ২০২০, ১৭:০৯
করোনা
ছবি : সংগৃহীত

একবার নয়। ভারতে করোনার সর্বোচ্চ সংক্রমণ হতে চলেছে বেশ কয়েকবার। তিন সপ্তাহের মধ্যে বিশ্বের সর্বাধিক আক্রান্তের সংখ্যার তালিকার ষষ্ঠ থেকে তিন নম্বর স্থানে চলে এসেছে ভারত। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, লকডাউন সত্ত্বেও ভারতে যেভাবে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে, তা চিন্তার।

একটানা বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন একাধিক সর্বোচ্চ সংক্রমণ দেখতে চলেছে ভারত। ফলে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩৭ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের।

ভারতে আপাতত দিনে আড়াই লাখ করোনা পরীক্ষা হলেও, বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যার নিরিখে তা যথেষ্ট নয়। তিন সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। গ্লোবাল হেলথ রিসার্চার অনন্ত ভান জানান যেটা আশঙ্কার, তা হল ভারত এখনো তার সর্বোচ্চ সংক্রমণ দেখেনি। সেই দিন আসতে চলেছে। সূত্র: কলকাতা ২৪।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড