• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাশোগি হত্যায় প্রধান সন্দেহভাজন সালমান

  আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই ২০২০, ২০:৩৬
করোনা
ছবি : সংগৃহীত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা ছাড়া সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিচারবহির্ভূত হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড। শনিবার তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ক্যালামার্ড বলেন, ‘আমি মনে করি, কে এই (হত্যাকাণ্ডের) আদেশ দিয়েছেন বা কারা এই এতে প্ররোচনা দিয়েছে তা নির্ধারণের ক্ষেত্রে তিনি (সালমান) প্রধান সন্দেহভাজন। তবে, তিনি যে এই আদেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই।’

মানবাধিকার বিষয়ক এ আইনজীবীর মতে, ‘পরিস্থিতিগত প্রমাণ থেকে বোঝা যায়, যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতে পারে না।’

তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস, এক বছরেরও বেশি আগে সরবরাহ করা তথ্য অনুসারে, সিআইএ’র (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) কাছে এই (সালমান জড়িত থাকার) তথ্য থাকতে পারে।’

গত ৩ জুলাই খাশোগি হত্যা মামলায় ২০ সৌদি কর্মকর্তার বিচারের শুনানি শুরু করেছে তুরস্কের একটি আদালত।

অ্যাসগনেস ক্যালামার্ডের মতে, অভিযুক্ত ২০ সৌদি কর্মকর্তার অনুপস্থিতিতে হলেও তুরস্কে শুরু হওয়া মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘তুরস্কের বিচার আসামিদের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হচ্ছে। কারণ সবাই জানত, সৌদি আরব তুরস্কে আসামিদের বিচারের মুখোমুখি হতে দেবে না। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিচারে আসামিদের প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।’

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবে হওয়া বিচারের চেয়ে তুরস্কের বিচার সুষ্ঠু হবে বলে আশাপ্রকাশ করেছেন জাতিসংঘের এ কর্মকর্তা।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড