• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মসজিদ থেকে মাইকে আজান দেওয়ায় মামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই ২০২০, ২১:১০
ভারত

কিছুদিন আগে মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে ভারতের কলকাতা হাইকোর্টে মামলা করেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ অর্জুন সিং। এর প্রেক্ষিতে এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে পালটা মামলা করার হুমকি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। শুধু তাই এই বিষয়ে তারা আরএসএস ও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানাবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বপ্রাপ্ত নেতা আলি আফজল চাঁদ। তিনি বলেন, ‘এখন খুব কঠিন সময় চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সব ধর্মের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি আমরা। তার মধ্যে দলের সঙ্গে কোনও আলোচনা না করেই অর্জুন সিং কীভাবে এই মামলা করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। কোনও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এভাবে সরাসরি মামলা করতে পারেন না কোনও সাংসদ। তা জানা সত্ত্বেও উনি এই মামলা করেছেন। অবিলম্বে যদি তিনি এই মামলা প্রত্যাহার না করেন তাহলে আমরা ওনার নামে পালটা মামলা করব। সেই সঙ্গে এই বিষয়ে সংঘ ও বিজেপির নেতৃত্বের কাছেও অভিযোগ জানাব।’

গত মার্চে দেশজুড়ে লকডাউন শুরুর সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে রাজনীতি করতে দলীয় কর্মীদের নিষেধ করেছিলেন। কিন্তু, অর্জুন সিং সেই নির্দেশ মানেননি বলেও অভিযোগ করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রাক্তন বিজেপি প্রার্থী আলি আফজল চাঁদ। তার কথায়, ‘জেপি নাড্ডাজির নির্দেশ থাকলেও তা অমান্য করে আজানে মাইকের ব্যবহার বন্ধ করার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। কিছুদিন আগে তৃণমূল থেকে আসার ফলেই এই ঘটনা ঘটিয়েছেন। এখনও পর্যন্ত দলের নিয়ম না জানার ফলে এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা কোনওভাবেই এই ঘটনা মানবো না।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড