• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালু হচ্ছে মালয়েশিয়া-বাংলাদেশ বিশেষ চার্টার্ড ফ্লাইট 

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

১০ জুলাই ২০২০, ১৫:১৬
চালু হচ্ছে মালয়েশিয়া-বাংলাদেশ বিশেষ চার্টার্ড ফ্লাইট 
মালয়েশিয়ার বিমানবন্দর (ছবি : মালয় টাইমস)

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০ জুলাই ২০২০ সালে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সরেজমিনে বিমানের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। বৈধ ভ্রমণের দলিল সম্বলিত আগ্রহী বাংলাদেশি যাত্রীদের বিমানের লিঙ্কে প্রবেশ করে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) মালয়েশিয়াস্থ বাংলাদেশের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি প্রকাশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন:-

বিমানের ওয়েব পেইজে নিবন্ধের লিঙ্কের মাধ্যমে ভিসার একটি অনুলিপিও আপলোড করতে বলা হয়েছে।

এতে বিস্তারিত বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি সম্পর্কে যাত্রী মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের সমস্ত স্বাস্থ্য নির্দেশাবলী অনুসরণ করতে হবে। ফ্লাইট নম্বর/তারিখ শিডিউল নিশ্চিত হওয়ার পরে আরও বিস্তারিত জানানো হবে।

বিমানের ওয়েবপেইজের বর্ণনা নিচে তুলে ধরা হলো

টিকিটের মূল্য:

ইকোনমিক ক্লাসের জন্য, বাংলাদেশি প্রায় ২৮ হাজার টাকা। বিজনেস ক্লাসের জন্য বাংলাদেশি প্রায় ৪৫ হাজার টাকা।

অনুমোদিত মালপত্রের পরিমাণ যার জন্য কোনো টাকা লাগবে না। ইকোনমিক ক্লাসের জন্য ২৫ কেজি এবং বিজনেস ক্লাসের জন্য ৩৫ কেজি মালামাল বহন করা যাবে। তবে এর অতিরিক্ত কোনো লাগেজ অনুমোদিত নয়।

বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর থেকে ফ্লাইট উড্ডয়নের সময়সূচি অনুসারে কোভিড-১৯ পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

উক্ত বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে যে তারা আগে পরীক্ষা না করুক। হাই কমিশনের পরামর্শ অনুসারে কোভিড পরীক্ষার ফি নির্ধারিত হাসপাতালে সরাসরি প্রদানযোগ্য হবে।

আরও পড়ুন : প্যানগং লেকের ধারে এখনো দেখা যাচ্ছে চীনা সেনাদের

কেবল নিবন্ধিত তালিকা অনুযায়ী বিমান অফিস কুয়ালালামপুরের মাধ্যমে টিকিট দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড