• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার মধ্যেও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সিঙ্গাপুরে

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই ২০২০, ১৩:৪০
করোনার মধ্যেও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে সিঙ্গাপুরে
সিঙ্গাপুরে চলছে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ (ছবি : আল-জাজিরা)

করোনা ভাইরাস মহামারির মধ্যেও সিঙ্গাপুরের জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ১১০০টি ভোট কেন্দ্রে শুক্রবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে রাত ৮টা পর্যন্ত।

এদিন সকাল ৮টায় ৬৫ বছরের এক সিনিয়র ভোটারের ভোট প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম।

বিশ্লেষকদের মতে, ১৯৫৯ সালে স্বাধীন হওয়ার পর থেকে একটি দলই সিঙ্গাপুর শাসন করছে এবং সেটি হল পিপল অ্যাকশন পার্টি। এবারও তারাই জিতবে বলে আশা করা হচ্ছে।

সকালে সস্ত্রীক শহরের আলেকজান্ডার প্রাইমারী স্কুলে ভোট প্রদান করেন পিপল অ্যাকশন পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী লি হসিন লুং। পরে তিনি মিডিয়ার সাথেও কথা বলেন।

লি হসিন লুং বলেন, নতুন সরকারকে ৫ বছরের শাসনের সুযোগ দিতে করোনা মহামারির মধ্যেও নির্বাচন করা হচ্ছে।

চলতি নির্বাচনে সিঙ্গাপুরের প্রায় ২৬ লাখ ৫০ হাজার নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর পর্যন্ত মোট ৩১ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানায় ইএলডি।

এবারের নির্বাচনে সিঙ্গাপুরের মোট ৭ টি দল অংশগ্রহণ করছেন। চলমান ভোট প্রক্রিয়ার মাধ্যমে ৯৩টি আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন আজ।

আরও পড়ুন : সত্যি কি পাকিস্তানে সেনা অভ্যুত্থান?

এ বছর নির্বাচনি প্রচারণার সময় ছিল ২ জুলাই থেকে ৯ জুলাই। করোনা সংক্রমণ এড়াতে কোনো মিছিল, শোভাযাত্রা হয়নি। প্রতিদিন টিভি মিডিয়ায় নির্বাচনী প্রচারণা করতে পার্টিগুলো সময় পেত ৩ থেকে ১৩ মিনিট মাত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড