• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগের আহ্বান মোদীর

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই ২০২০, ০৮:৪১
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগের আহ্বান মোদীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : এনডিটিভি)

ভারতকে বিশ্বের অন্যতম উন্মুক্ত অর্থনীতি উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক সংস্থাগুলিকে তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে মোদী এ আহ্বান জানান। তিন দিনব্যাপী ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়া আইএনসি গ্রুপ।

নরেন্দ্র মোদী বলেছেন, এই সময়ে পুনর্জাগরণের বিষয়ে কথা বলা স্বাভাবিক। বৈশ্বিক পুনর্জাগরণ এবং তার সঙ্গে ভারতের সম্পৃক্ততাও স্বাভাবিক। সবাই বিশ্বাস করে বৈশ্বিক পুনর্জাগরণে ভারত অগ্রণী ভূমিকা পালন করবে। আমি এর দুটি কারণ দেখতে পাই। প্রথমটি হল ভারতীয় প্রতিভা। বিশ্বব্যাপী আপনারা ভারতের মেধার অবদান দেখেছেন।

তিনি বলেন, এর মধ্যে রয়েছে ভারতীয় পেশাদার চিকিৎসক, নার্স, ব্যাংকার, আইনজীবী, বিজ্ঞানী, অধ্যাপক এবং আমাদের পরিশ্রমী কর্মীরা। ভারতীয় প্রযুক্তি-শিল্প এবং প্রযুক্তি পেশাদারদেরকে ভুলতে পারে? কয়েক দশক ধরে তারা পথ দেখিয়ে চলেছে। ভারত হল প্রতিভার পাওয়ার হাউস যেখানে সবাই অবদান রাখতে আগ্রহী এবং শেখার জন্য প্রস্তুত। এখানে যে দ্বিমুখী সমন্বয় রয়েছে তা খুবই উপকারী।

মোদীর মতে, দ্বিতীয় বিষয়টি হলো ভারতের সংস্কার ও পুনরুজ্জীবিত করার ক্ষমতা। ভারতীয়রা প্রাকৃতিক সংস্কারক! ইতিহাস বলে যে, ভারত সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করেছে তার সংস্কার ও পুনরুজ্জীবনের চেতনার মাধ্যমে। এই চেতনা এখনো অব্যাহত রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী দাবি করেন, একদিকে ভারত একটি বৈশ্বিক মহামারির বিরুদ্ধে কঠিন লড়াই করছে। জনস্বাস্থ্যের পাশাপাশি আমরা অর্থনীতির প্রতিও সমানভাবে গুরুত্ব আরোপ করছি। ভারতের পুনর্জাগরণের অর্থ হলো: যত্ন সহকারে পুনর্জাগরণ, সহানুভূতির সাথে পুনর্জাগরণ, পরিবেশ এবং অর্থনীতি উভয়ের জন্যই টেকসই পুনর্জাগরণ। ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেকে প্রকৃতির উপাসনা করেন। ভারতে বিশ্বাস করা হয় যে, পৃথিবী আমাদের মা এবং আমরা তার সন্তান।

মোদীর ভাষায়, গত ছয় বছরে ভারত মোট আর্থিক অন্তর্ভুক্তি, রেকর্ড আবাসন ও অবকাঠামো নির্মাণ, ব্যবসা সহজীকরণ, জিএসটিসহ ট্যাক্স সংস্কার ইত্যাদি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা উদ্যোগ-আয়ুষ্মান ভারত প্রচলনের মাধ্যমে এ দেশ পরবর্তী পর্যায়ে উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। ভারতীয়দের অসম্ভবকে জয় করার স্পৃহা রয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে ভারতে আমরা ইতোমধ্যে ইতিবাচক সাড়া দেখতে পাচ্ছি। মহামারির এই সময়ে আমরা আমাদের নাগরিকদের ত্রাণ সরবরাহ করেছি এবং গভীর কাঠামোগত সংস্কার করেছি। আমরা অর্থনীতিকে আরও উৎপাদনশীল, বিনিয়োগবান্ধব এবং প্রতিযোগিতামূলক করে তুলছি।

নরেন্দ্র মোদী আরও বলেন, আমাদের ত্রাণ প্যাকেজটি ছিল আধুনিক যার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক দরিদ্র মানুষকে সাহায্য পৌঁছানো ছিল আমাদের লক্ষ্য। প্রযুক্তির কারণেই আর প্রতিটি পয়সা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছেছে।

ভারতীয় প্রধানমন্ত্রী এও বলেছিলেন, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে: বিনামূল্যে রান্নার গ্যাস, ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ প্রদান, কয়েক কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান এবং অন্যান্য অনেক কিছু। আনলক করার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিককে কর্মসংস্থান দেয়ার জন্য আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম গণপূর্ত কর্মসূচি চালু করেছি। এটি কেবল গ্রামীণ অর্থনীতিকে পুনরায় জোরদার করবে না, গ্রামীণ অঞ্চলে টেকসই অবকাঠামো তৈরিতে সহায়তা করবে।

ভারতকে বিশ্বের অন্যতম উন্মুক্ত অর্থনীতি উল্লেখ করে মোদী বলেন, সমস্ত বৈশ্বিক সংস্থাগুলিকে আমরা ভারতে স্বাগত জানাই। খুব অল্প সংখ্যক দেশই ভারতের মতো এ ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকবে। ভারতে বিভিন্ন নতুন ও দ্রুত বর্ধনশীল খাতে অনেক সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। কৃষিতে আমাদের বিভিন্ন সংস্কারগুলি স্টোরেজ এবং লজিস্টিকসে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় সুযোগ করে দিয়েছে। আমরা বিনিয়োগকারীদের জন্য আমাদের কৃষকদের কঠোর পরিশ্রমে সরাসরি বিনিয়োগের জন্য দরজা উন্মুক্ত করেছি।

আরও পড়ুন : উইঘুরে মুসলিম নির্যাতন ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মোদীর ভাষায়, ভারতের প্রাচীন সংস্কৃতি, ভারতের সর্বজনীন, শান্তিপূর্ণ নীতি আমাদের শক্তি। ভারত বিশ্বের উন্নতি ও সমৃদ্ধির জন্য যথাসাধ্য করতে প্রস্তুত। ভারত এমন একটি দেশ যা সংস্কার হচ্ছে, কাজ সম্পাদন করছে এবং রূপান্তর করছে। এটি এমন একটি ভারত যা নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করে এবং উন্নয়নের ক্ষেত্রে মানবকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অবলম্বন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড