আন্তর্জাতিক ডেস্ক
জাপানে ভয়াবহ বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকে নিখোঁজ ও আহত হয়েছেন। দক্ষিণ জাপানের কুমামোতোতে ভয়াবহ বন্যায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরার।
শনিবার (৪ জুলাই) দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্তত ১১টি জায়গায় নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। হিতোয়োশি ও আশিকিতাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
এরই মধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।
আরও পড়ুন : নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে শতাধিক বাংলাদেশি উদ্ধার
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড