• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান এয়ারলাইন্সের ৫২ কর্মীকে ছাটাই

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই ২০২০, ১৩:১৯
পাকিস্তান এয়ারলাইন্সের ৫২ কর্মীকে ছাটাই
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান (ছবি : প্রতীকী)

টালমাটাল অবস্থা চলছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে। দেশটির মোট বিমানচালকদের এক-তৃতীয়াংশের সনদ জাল, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ পাওয়ার পর দুনিয়া জুড়ে অবিশ্বাসের পাত্র হয়ে উঠেছে পাকিস্তানি বিমানচালকরা।

বিভিন্ন দেশ থেকে তাদের চাকরি চলে যাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশ তাদের আকাশে পাকিস্তানি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে ৫২ জন কর্মীকে ছাঁটাই করল দেশটির রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা পিআইএ। খবর দ্য ডনের।

৫২ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত গত শুক্রবারই (৩ জুলাই) নেওয়া হয়েছিল। অবশ্য ১১ জন কর্মীকে তাদের কাজের প্রশংসা করে চিঠিও পাঠানো হয়েছে। সম্প্রতি জাল সনদের প্রাদুর্ভাব ও নিরাপত্তার কথা ভেবে ১৪০-এর বেশি পাইলটকে অনির্দিষ্টকালের জন্য ‘গ্রাউন্ডেড’ বা সাসপেন্ড করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।

করাচিতে পাকিস্তানি বিমান দুর্ঘটনার পর থেকেই তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেশটির এভিয়েশন সেক্টর নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে। যার জেরে এবার ৫২ জন কর্মী ছাঁটাইও করল বিমানসংস্থা।

পিআইয়ের হিউমান রিসোর্স বিভাগের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, শৃঙ্খলা রক্ষা করা যে কোনো সংস্থার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংস্থার দায়িত্ব কর্মীদের সমস্ত নিয়মকানুন এবং শৃঙ্খলা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা।

আরও পড়ুন : এবার পাকিস্তান থেকে স্বাধীনতা চায় আজাদ কাশ্মীর!

পাশাপাশি যে সমস্ত কর্মীরা দুর্দান্ত কাজ করছেন, তাদের প্রশংসা করা এবং যারা ঠিক কাজ করছেন না তাদের শাস্তি দেওয়া সংস্থার কর্তব্য৷ বিষয়গুলো আইন মেনেই করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড