• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় বাহিনীর গুলিতে ৪ মাওবাদী বিদ্রোহী নিহত 

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই ২০২০, ২১:২৫
করোনা
ছবি : সংগৃহীত

উড়িষ্যার কন্ধমাল জেলার গভীর জঙ্গলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে চার বিদ্রোহীর। গুলিতে আরো কয়েক জন আহত হয়েছেন বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ওই এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে আজ রবিবার খুব সকালে স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল এবং ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ফোর্স যৌথ ভাবে অভিযান চালায় কন্ধমালের তুমুদিবান্ধার গভীর জঙ্গলে। নিরাপত্তা কর্মীরা গোপন ডেরার দিকে এগুতেই গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা কর্মীরাও। সেই গুলিতেই মৃত্যু হয় সদস্যদের। অভিযান শেষে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন উড়িষ্যার ডিজিপি অভয়।

নিহত চার জন সিপিআই এর বংশধারা-নাগাবলি-ঘুমুসার ডিভিশনের সদস্য বলে মনে করা হচ্ছে। বাকি সদস্যদের খোঁজে জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

কন্ধমালের এস পি প্রতীক সিংহ জানিয়েছেন, মৃত চার বিদ্রোহীদের মধ্যে এক নারী সদস্যও রয়েছেন। উড়িষ্যার মুখ্য সচিবের টুইটার থেকে অভিনন্দন জানানো হয়েছে অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সূত্র- আনন্দবাজার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড