• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি 

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০২০, ২৩:৩৫
করোনা
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত দিল্লির বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকা।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, ভূমিকম্পটির কেন্দ্র হরিয়ানার গুরুগ্রাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সন্ধ্যা ৭টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার ভূগর্ভে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড ধরে স্থায়ী থাকলেও এতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেছেন, কিছুক্ষণ আগে দিল্লিতে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করছি, সবাই নিরাপদে আছেন।

এ নিয়ে গত দু’মাসে সাত বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। তবে সবগুলোই ছিল মৃদু অথবা মাঝারি মাত্রার।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড