• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাশোগি হত্যায় তুরস্কে ২০ সৌদির বিচার শুরু 

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০২০, ২২:০৫
করোনা
ছবি : সংগৃহীত

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় ২০ জন সন্দেহভাজন সৌদি নাগরিকের বিচার শুরু করেছে তুরস্কের একটি আদালত।

আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল দশটার দিকে ইস্তাম্বুল প্রদেশের প্রধান কোর্টে শুনানি শুরু হয়।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বিয়ে সংক্রান্ত কাজে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ৫৯ বছর বয়সী খাশোগি। শুরুতে তার নিখোঁজের অভিযোগ অস্বীকার করে সৌদি আরব।

এরপর মার্চে তুরস্কের প্রসিকিউটররা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ২০ জন সৌদি নাগরিককে শনাক্ত করেন। এর মধ্যে দুজন মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী।

২০ জনের বিচারের মধ্য দিয়ে মৃতদেহ কোথায় সে সম্পর্কে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসবে বলে আশা করেছেন খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তার হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী নিন্দার ঝড়ে যুবরাজ সালমানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

সৌদি আরব প্রথমে হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসের’ মুখে খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে দেশটি। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড