• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জাপানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ভারত 

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০২০, ২১:১৮
করোনা
ছবি : সংগৃহীত

ভারতশাসিত লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা বাড়ছেই। দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে, আলোচনা করে উত্তেজনা কমানো হবে। কিন্তু উত্তেজনা যেন আরো বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের একাধিক দেশের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করেছেন।

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে কী পরিস্থিতি, তা নিয়েই কথা হয়েছে গত কয়েকদিনে। একদিকে যখন ভারত ও চীনের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে, তার মধ্যেই কথা হলো অন্যান্য দেশের সঙ্গে। চীনের এমন আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জাপান ও জার্মানির সঙ্গে কথা বলে দিল্লি। সূত্র: রিপাবলিক।

ওডি/