• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাইসেন্স জালিয়াতি : পাকিস্তানি পাইলটদের বরখাস্ত করল মালয়েশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০২০, ১৫:২৫
বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত (ছবি : সংগৃহীত)

পাকিস্তানি লাইসেন্সধারী যেসব পাইলটকে অভ্যন্তরীণ রুটে নিয়োগ দেয়া হয়েছিল তাদের অস্থায়ীভাবে বরখাস্ত করেছে মালয়েশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে এসব পাইলটদের অনেকের যোগ্যতা নিয়ে সন্দেহ করার মতো তথ্য দক্ষিণ এশীয় দেশটির সরকারের হাতে পৌঁছায়।

এক বিবৃতিতে মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএএম) বৃহস্পতিবার বলছে, মালয়েশিয়ার সব বিদেশি পাইলটদের যোগ্যতা মূল্যায়নের পরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বলছে, মালয়েশিয়ার ২০ জনের কমসংখ্যক পাকিস্তানি পাইলট আছে।

যোগ্যতা নিয়ে করা জালিয়াতি ধরা পড়ায় এক-তৃতীয়াংশ পাইলটকে বিমান নিয়ে আকাশে উড়তে নিষেধ করে দিয়েছে পাকিস্তান।

দেশটিতে ৮৬০ পাইলট আছেন, যাদের মধ্যে ১০৭ জন বিদেশি এয়ারলাইনসে কাজ করেন।

মালয়েশিয়ার সিদ্ধান্তের পর পাকিস্তান বিমান চালকদের নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ পাকিস্তানি পাইলটদের বিমান চালাতে বারণ করে দিয়েছে। তাদের যোগ্যতার সত্যাসত্য নির্ধারণেরও উদ্যোগ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড