• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়া ইস্যুতে ফের আলোচনায় ইরান-তুরস্ক-রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই ২০২০, ১৩:১৪
সিরিয়া ইস্যুতে ফের আলোচনায় ইরান-তুরস্ক-রাশিয়া
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি : ইউরো নিউজ)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তুরস্ক, ইরান ও রাশিয়া। বুধবার (১ জুলাই) যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এই তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দ এক ভিডিও বৈঠকে বসেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া বিষয়ক একটি ভিডিও কনফারেন্সে একথা জানান।

ভিডিও কনফারেন্স শেষে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা ১৪টি বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়। তিন দেশের প্রধানগণ গত সেপ্টেম্বরে আঙ্কারায় তাদের শেষ বৈঠকের পরের ঘটনাগুলো পর্যালোচনা করেন।

বিবৃতিতে বলা হয়, নেতৃবৃন্দ তাদের চুক্তির আলোকে ত্রিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে একমত পোষণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান বিশ্বাস করে সিরিয়া সমস্যার সমাধান রাজনৈতিক উপায়েই সম্ভব, সামরিকভাবে এই সমস্যার কোনো সমাধান নেই।

তিনি আরও বলেন, আমরা সিরিয়া ইস্যুতে আলোচ্য সংলাপকে স্বাগত জানাই। একই সঙ্গে দায়েশ, আল-কায়দা ও অন্যান্য উগ্রবাদী গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এর দ্বারা সিরিয়াকে “দমবন্ধ” করা হয়েছে।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তার প্রতিবেশী দেশটিতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার আহ্বান জানান।

আরও পড়ুন : ভারতীয় সেনার গুলিতে দাদার মৃত্যু, বুকে বসে কাঁদছে নাতি (ভিডিও)

উল্লেখ্য, সিরিয়ায় গত ১০ বছর যাবত যুদ্ধ চলছে। এতে প্রায় ৩৮ লাখের অধিক লোকের প্রাণহানি ও অসংখ্য লোক গুরুতর আহত হন।

সূত্র : ইয়েনি শাফাক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড