• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গায়কের মৃত্যুতে বিক্ষুব্ধ ইথিওপিয়ায় ৮১ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই ২০২০, ১০:০২
গায়কের মৃত্যুতে বিক্ষুব্ধ ইথিওপিয়ায় ৮১ জনের প্রাণহানি
ইথিওপিয়ার বিক্ষুব্ধ জনতা (ছবি : বিবিসি নিউজ)

জনপ্রিয় এক গায়কের মৃত্যুর জেরে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতার দ্বিতীয় দিনে ইথিওপিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮১ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে দেশটির রাজধানী আদ্দিস আবাবায় সেনা মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাকালু হান্দিসা। পুলিশ বলছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। পরদিন সকালেই দেশটির রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। লাঠি-রামদা হাতে দুর্বৃত্তদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।

ওরোমিয়ার পুলিশ প্রধান বলেন, এ পর্যন্ত অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ওরোমিয়া স্পেশাল পুলিশ ফোর্সের তিন সদস্যও রয়েছেন।

শিল্পী হাকালু হান্দিসা ইথিওপিয়ার তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। দেশটিতে তিন বছরের টানা আন্দোলনের মুখে আগের মেয়াদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পর পূর্ব আফ্রিকার দেশটিতে অবাধ রাজনীতির নতুন যুগ শুরু হয়েছে বলে ধরা হয়। ওই সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশে হাকালুর গান মাইকে বাজাতেন।

আরও পড়ুন : ইসরায়েলের দখল পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষুব্ধ ফিলিস্তিন

বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির জনপ্রিয় এই শিল্পীর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড