• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

তেহরানের হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৯ (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই ২০২০, ১০:২২
তেহরানের হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৯ (ভিডিও)
বিস্ফোরণে বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসাবশেষ (ছবি : ইরনা)

ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু লোক। বুধবার (১ জুলাই) স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ নিশ্চিত করেছে।

সিনা আথার নামে ক্লিনিকটিতে ঘটা দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানি কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, মূলত গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরানে বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই। এটি কেবলই একটি দুর্ঘটনা। গ্যাস লিক থেকেই ওই ক্লিনিকে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

এ দিকে উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ। বিস্ফোরণের পর সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে সেনা-তালিবান সংঘর্ষে নিহত ৪৮

ভিডিওতে তেহরানের ওই ক্লিনিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপর একটি ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ওই ক্লিনিক ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে করছেন দমকল কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড