• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে সেনা-তালিবান সংঘর্ষে নিহত ৪৮

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই ২০২০, ১০:০১
আফগানিস্তানে সেনা-তালিবান সংঘর্ষে নিহত ৪৮
আফগানিস্তানে আটক তালিবান সদস্যরা (ছবি : দ্য উইক)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জায়যান প্রদেশে সোমবার (২৯ জুন) একাধিক সংঘর্ষে সরকারি বাহিনী দুই তালিবান কমান্ডারসহ ৪৮ বিদ্রোহীকে হত্যা করেছে। প্রাদেশিক সরকারি মুখপাত্র আবদুল মারুফ আজার মঙ্গলবার (৩০ জুন) এ কথা জানায়। খবর সিনহুয়ার।

কর্মকর্তারা জানান, সোমবার বিকালে তালিবান জঙ্গিরা কারকিন জেলার ডেনার গ্রামে নিরাপত্তাবাহিনীর এক চৌকিতে হামলা চালালে সংঘর্ষের সূচনা হয় এবং পরে সেনা ও পুলিশসহ সরকারি বাহিনী পাল্টা হামলা চালালে দুই তালিবান কমান্ডার, মোল্লাহ উসমান ও মোল্লা মাজিদসহ ৩৫ জন বিদ্রোহী নিহত হওয়ার পর বাকীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

কর্মকর্তারা জানান, এ যুদ্ধে আরও ২৫ জন বিদ্রোহী আহত হয়।

কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে, এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও অপর তিন জন আহত হন।

এ দিকে আজার নামে একজন কর্মকর্তা আরও নিশ্চিত করেন যে, সোমবার রাতে গোলযোগপূর্ণ জাজ্জান প্রদেশের পার্শ্ববর্তী খাম আব জেলায় তালিবান আস্তানাগুলোতে কয়েক দফা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত ও অপর ১৭ আহত হয়েছে।

আরও পড়ুন : ভারতে সাবমেরিন হামলার জন্য করাচিকে পছন্দ চীনের!

সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানরা এসব ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড