• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিমের মৃত্যু নিয়ে ফের গুঞ্জন শুরু!

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই ২০২০, ০৯:১৯
কিমের মৃত্যু নিয়ে ফের গুঞ্জন শুরু!
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (ছবি : এএফপি)

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যু নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে জনসম্মুখে না আসায় ফের এ মৃত্যুর গুঞ্জন শুরু হয়।

এর আগে গত এপ্রিলে ২০ দিন জনসম্মুখের বাইরে ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন পহেলা মে।

কিন্তু গত ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কনো এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে।

আরও পড়ুন : ‘বয়কট চায়না’ লেখা ক্যাপ-টিশার্টও তৈরি চীনে!

তিনি জানান, দেশটিতে করোনা ভাইরাস মহামারি ছড়িয়েছে। মূলত তা থেকে বাঁচতেই কিম নানা উপায় অবলম্বন করছেন। বর্তমানে তার চলাফেরা খুবই সন্দেহজনক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড