• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানি মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না চীন

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন ২০২০, ১৫:৪৮
পাকিস্তানি মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না চীন
নামাজরত মুসল্লি (ছবি : প্রতীকী)

পাকিস্তানে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না চীনের কয়েকটি সংস্থা। অভিযোগ রয়েছে, ইসলামাবাদে যে সকল চীনা সংস্থা রয়েছে, তারা কোনো পাকিস্তানি কর্মীকে নামাজের জন্য অনুমতি দেয় না।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যায়, এক মুসলিম ধর্মগুরু অন্যান্য মুসলিমদের বলছেন, চীনা সংস্থাগুলোকে যেন বলে দেওয়া হয় এই দেশে অর্থাৎ পাকিস্তানে ব্যবসা করতে হলে এই দেশের স্থানীয় নিয়ম মেনে কাজ করতে হবে। অন্যথায় এই দেশে তাদের কোনো প্রয়োজন নেই।

তিনি জানান, আমাদের নামাজ অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু কর্মীরা চাকরি চলে যাওয়ার ভয়ে মুখ খুলে না। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি মানসম্মানে এসে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন ওই মুসলিম ধর্মগুরু।

আরও পড়ুন : ফের হামলা হবে মুম্বাইয়ে! গভীর রাতে পাকিস্তান থেকে হুমকি

সম্প্রতি বার্তা সংস্থা এপি জানিয়েছিল, চীন দেশটিতে উইঘুর মুসলিমদের জনসংখ্যা কমাতে সেখানকার মুসলিম নারীদের সন্তান জন্ম দান নিয়ন্ত্রণে বাধ্য করছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড