• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে ভারতে সাবমেরিন হামলার জন্য করাচিকে পছন্দ চীনের!

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন ২০২০, ১১:১৯
যে কারণে ভারতে সাবমেরিন হামলার জন্য করাচিকে পছন্দ চীনের!
চীনা সাবমেরিন (ছবি : প্রতীকী)

ভারত-চীনের মধ্যকার সামরিক উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ নেই। এরই মধ্যে জানা গেছে, পাকিস্তানের করাচি বন্দরে চীনের ০৯৩-শ্যাং নিউক্লিয়ার সাবমেরিন অবস্থান করছে। লাহোরে জে-১১ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানকে সরাসরি নিজেদের সমর ঘাঁটিতে পরিণত করে ফেলেছে চীন।

জানা গেছে, পাকিস্তানের তিনটি বিমানবন্দরে চীনের বিমানবাহিনীর এক ঝাঁক ফাইটার জেট রাখা হয়েছে। শুধু তাই নয়, শতাধিক সেনাও পাকিস্তানে ঘাঁটি তৈরি করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

যদিও করাচিতে সাবমেরিন রাখার ঘটনা নতুন নয়। ভারতের সঙ্গে চীনের সংঘাত শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ২০১৭ সাল থেকে করাচি বন্দরে একটি চীনের সাবমেরিন রাখা হয়েছে। সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘাতের খবর আসতে চীনের নিউক্লিয়ার সাবমেরিনের তৎপরতা ধরা পড়েছে।

এ দিকে বিভিন্ন এয়ারবেসেও ভারতীয় বিমান বাহিনীও তৎপরতা বাড়িয়েছে। সেনাবাহিনীতেও একেবারে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন : উইঘুরে মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করছে চীন

পাকিস্তান সীমান্তে ক্রমশ সেনা বাড়ানো হচ্ছে বলেও ভারতীয় সামরিক সূত্রের দাবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড