• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা রোগীরা সুস্থ হলেও বাড়ি নিতে ভয় পাচ্ছে স্বজনরা  

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন ২০২০, ২১:০২
করোনা
ছবি : সংগৃহীত

সারা বিশ্বেই আতঙ্ক ছড়িয়েছে মারণ ভাইরাস করোনার। ভারতেও সাধারণ মানুষের মনে করোনা নিয়ে দানা বেঁধেছে আতঙ্ক৷ আর সেই আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রিয়জনরা করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেও তাদের হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে চাইছেন না পরিবারের সদস্যরা৷ এমনই ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদের গান্ধী হাসপাতালে৷

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হায়দ্রাবাদের গান্ধী হাসপাতালে সুস্থ হয়ে ওঠা ৫০ জন করোনা রোগীকে এখনও তাদের পরিবারের সদস্যরা ফিরিয়ে নিয়ে যেতে রাজি হচ্ছেন না৷ সংক্রমণের ভয়েই রোগীদের নিতে আসছেন না তাদের বাড়ির লোকেরা৷

গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের কাছে মোট ৬০ জন করোনা রোগী ছিলেন যারা সুস্থ হয়ে ওঠেন৷ তাদের মধ্যেই ৫০ জনকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হচ্ছেন না পরিবারের সদস্যরা৷ সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে একজন ৯৩ বছরের বৃদ্ধসহ বেশ কয়েকজন নারীও রয়েছেন৷

হাসপাতালের পক্ষ থেকে সুস্থ হয়ে ওঠা বেশ কয়েকজনকে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে৷ তবে এখনই পুলিশের সাহায্য নিতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ৷ বরং রোগীর পরিবারের সদস্যদের বুঝিয়ে বলা হচ্ছে, সুস্থ হয়ে ব্যক্তির থেকে করোনা সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না৷ চিকিৎসকদের কথায় ভরসা করে সুস্থ হয়ে ওঠা কয়েকজনকে তাদের বাড়ির লোক এসে নিয়ে গেছেন৷

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড