• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারফিউ তোলার পর সংক্রমণ বাড়ল সৌদিতে 

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন ২০২০, ১৬:৩৮
করোনা
ছবি : সংগৃহীত

সৌদি আরবে কারফিউ তুলে দেওয়ার এক সপ্তাহ পরেই করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে গেছে। বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদে আল-আলি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, কারফিউ তুলে দেওয়ার পর সংক্রমণের হার বেড়েছে। করোনাভাইরাস ছড়ানো বন্ধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ করেছেন তিনি।

তিনি আরো বলেছেন, কারফিউ তুলে দেওয়ার জেরে সংক্রমণের হার দেড় গুণ বেড়ে গেছে। এখন আক্রান্ত ব্যক্তি আরো অন্তত দেড় জনকে সংক্রমিত করছেন। তবে সৌদিতে আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ সুস্থ হয়ে গেছে।

সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৮২ হাজার চারশ ৯৩ জন এবং মারা গেছে এক হাজার পাঁচশ ৫১ জন। সূত্র : আরব নিউজ

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড