• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৯

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন ২০২০, ১৪:০৯
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৯
পাকিস্তানে সেনা অভিযান চলছে (ছবি : দ্য এক্সপ্রেস নিউজ)

পাকিস্তানের করাচিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। উদ্ধার কর্মকর্তারা দ্রুত এই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সোমবার (২৯ জুন) সকালে করাচির স্টক একচেঞ্জের ভবনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে।

পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই ঘটনায় চারজন হামলাকারী এখন পর্যন্ত নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে কাতারভিত্তিক আল-জাজিরার জানায়, গ্রেনেড ও বন্দুক নিয়ে স্টক একচেঞ্জের ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। ভবনটি উচ্চ-সুরক্ষিত এলাকায় এবং ভবনে অনেক প্রাইভেট ব্যাংকের প্রধান অফিস।

করাচি পুলিশের প্রধান ঘুলাম নবী মেমন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চার হামলাকারী নিহত হয়েছে, তারা করোলা গাড়িতে করে আসে।

আরও পড়ুন : চীনের যে তিনটি অস্ত্র ভারতের প্রধান চিন্তার কারণ!

এছাড়া জিও নিউজের খবরে বলা হয়, সন্ত্রাসীরা স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। এরপর তারা বিল্ডিং চত্বরে ঢুকে গুলি চালাতে শুরু করে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলে খবরে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড