• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে ভারতীয় সেনা অভিযানে হিজবুল কমান্ডারসহ নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন ২০২০, ১৩:৪৬
কাশ্মীরে ভারতীয় সেনা অভিযানে হিজবুল কমান্ডারসহ নিহত ৩
কাশ্মীরে সেনা অভিযান চলছে (ছবি : কাশ্মীর টাইমস)

ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযানে হিজবুল মিজাহিদীনের কমান্ডারসহ অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৯ জুন) কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হিজবুল মিজাহিদীনের কমান্ডার মাসুদ আহমেদ ভাট ছাড়াও দক্ষিণ কাশ্মীরের খুলচোহার এলাকায় অভিযানে আরও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

দেশটির পুলিশ কর্মকর্তারা জানান, মাসুদের নিহত হওয়ার ঘটনায় জম্মুর পুরো দোদা জেলা সন্ত্রাসমুক্ত হল।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে। অভিযানে তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার পর সেখান থেকে একে-৪৭ রাইফেল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চীনের যে তিনটি অস্ত্র ভারতের প্রধান চিন্তার কারণ!

জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাঘ সিং সংবাদমাধ্যম এনডিটিভিকে অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদের নামে ধর্ষণ মামলা ছিল এবং সে তখন থেকে পলাতক। পরবর্তীকালে সে হিজবুল মুজাহিদীনে যোগ দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড