• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ণবাদী টুইট করে ফের সমালোচিত ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন ২০২০, ১০:০৩
বর্ণবাদী টুইট করে ফের সমালোচিত ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে জোরদার হয়ে উঠেছে বর্ণবাদবিরোধী আন্দোলন। এর মধ্যেই বর্ণবাদী টুইট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শ্বেতাঙ্গ প্রাধান্যের সমর্থনে রবিবার (২৮ জুন) একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ট্রাম্প। ভিডিওটি ফ্লোরিডার দ্য ভিলেজেস এলাকায় ধারণ করা। সেখানে ট্রাম্প প্রশাসনের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ চলছিল। মার্কিন প্রেসিডেন্টের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তার পক্ষের এক নারী ‘হোয়াইট পাওয়ার’ বলে স্লোগান দিচ্ছেন।

টুইটের ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ভিলেজেসের মানুষদের ধন্যবাদ। ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের বিরোধীরা ‘নাৎসি’, ‘বর্ণবাদী’ বলে ব্যাপক স্লোগান দিচ্ছেন।

এ টুইটের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। রিপাবলিকানদের একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কটও সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্টর বর্ণবাদী আচরণের বিরুদ্ধে। এটিকে ‘অসমর্থনযোগ্য’ বলেও গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন : আর প্রেসিডেন্ট হচ্ছেন না ট্রাম্প!

সমালোচনার মুখে অবশ্য পরে টুইটটি মুছে ফেলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডেয়ার এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভিলেজেসের অনেক বড় ভক্ত। তিনি ওই ভিডিওর বক্তব্য শোনেননি। সেখানে তিনি যা দেখেছিলেন তা হচ্ছে, অসংখ্য সমর্থকের প্রচণ্ড উৎসাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড