• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় জওয়ানদের হারাতে মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২০, ২১:২৩
চীনা সেনাবাহিনী
চীনা সেনাবাহিনী (ছবি : সংগৃহীত)

ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মাঝে সেনা সদস্যদের মার্শাল আর্ট শেখাতে সীমান্ত এলাকায় প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। তারা অন্তত ২০ জন প্রশিক্ষককে তিব্বতে পাঠাচ্ছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি বেইজিং।

সম্প্রতি লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। গত মাসে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত প্রাণ হারান, আহত হন অন্তত ৭৬ জন। তবে চীনা বাহিনীর কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করেনি দেশটি।

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকায় বন্দুক বা বিস্ফোরক ব্যবহার করতে পারবে না ভারত-চীনের সেনারা। তবে লাদাখের ওই সহিংসতায় চীনা বাহিনী কাটাযুক্ত লোহার রড ব্যবহার করেছিল বলে দাবি করেছে ভারত। এবার শারীরিক লড়াইয়ে প্রতিপক্ষকে সহজে পরাস্ত করতেই চীনা সেনাদের মার্শাল আর্টের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ধেয়ে আসছে বিধ্বংসী ‘ধুলোঝড়’, ৫০ বছরেও এমন ঝড় দেখেনি পৃথিবী

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে। তবে তারা ভারত সীমান্তে মোতায়েন সেনাদের প্রশিক্ষণ দেবেন কি না সে বিষয় কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড