• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে একদিনে করোনার থাবায় ৪২ হাজারের বেশি মানুষ

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২০, ১৮:০৫
যুক্তরাষ্ট্র
মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে একদিনে করোনার থাবায় ৪২ হাজারের বেশি মানুষ (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ১০ হাজার ১৫১। এর মধ্যে মারা গেছে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৫৩৯ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (২৭ জুন) দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৯৭ জন। অপরদিকে মারা গেছে ৫শ জন।

এ দিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৭৭০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জন।

তবে ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৮১ হাজার ৪৯৪ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৩ লাখ ৮৭ হাজার ১২৪টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৮১৬ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১৫টির বেশি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, নতুন করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র গুরুতর সমস্যায় রয়েছে।

আরও পড়ুন : বিশ্বে করোনার গ্রাসে ১ কোটি ছাড়াল আক্রান্ত

মার্কিন এই বিশেষজ্ঞ বলেন, আমরা সবাই কেবল মাত্র একসঙ্গে এই ভাইরাসকে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করতে পারি।

করোনা ভাইরাসের বিস্তার ধীর করতে আরও জোরাল পদক্ষেপ দরকার বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্তব্য করলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অগ্রগতির প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড