• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি জেলেদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সৌদি সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২০, ১৫:১৪
ইরানি জেলেদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সৌদি সেনারা
সৌদির নৌ সেনাদেরা যুদ্ধ জাহাজ (ছবি : প্রতীকী)

ইরানের বেশ কয়েকজন জেলের ওপর গুলি চালিয়েছে সৌদি উপকূলরক্ষী সেনারা। এসব ইরানি মাছ ধরা ট্রলার নিয়ে দুর্ঘটনাক্রমে স্বল্প সময়ের জন্য সৌদি আরবের পানিসীমায় ঢুকে পড়ে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের মৎস্য বিভাগের জনসংযোগ বিভাগের পরিচালক আরদেশির ইয়ারাহমাদি জানিয়েছেন, ইরানের জেলেরা দুর্ভাগ্যবশত সৌদি পানিসীমায় ঢুকে পড়ে এবং এর পরপরই সৌদি রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গত বুধবার (২৪ জুন) ঘটনাটি ঘটেছে।

আরদেশির জানান, এসব জেলে গত ২১ জুন ইরানের বুশেহর প্রদেশ থেকে পারস্য উপসাগরে মাছ ধরার জন্য গিয়েছিল এবং তাদের ১০ দিন মাছ ধরার পরিকল্পনা ছিল। যদিও সৌদি উপকূলরক্ষীদের গুলি বর্ষণের কারণে তারা চারদিন পরেই ফিরে আসতে বাধ্য হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন : ভারতের ১৮ কিমি ভেতরে ঢুকেছে চীনের সেনারা!

সৌদি উপকূলরক্ষী সেনাদের দাবি, ইরানি জেলেদেরকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তারা তা উপেক্ষা করে এবং এরপরই সৌদির পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। এতে ইরানি জেলেরা পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড