• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার তাণ্ডবে ভারতে ৫ লাখ ছাড়াল আক্রান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন ২০২০, ১৮:৫৭
ভারতে করোনার তাণ্ডব
করোনার তাণ্ডবে ভারতে ৫ লাখ ছাড়াল আক্রান্ত (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুপুরী ভারতে নতুন করে আরও ১৭ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

শনিবার (২৭ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ভারত বিশ্বের চতুর্থ শীর্ষ করোনা আক্রান্ত দেশ। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পর পরই এর অবস্থান। দেশটিতে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) বিকাল ৪টা নাগাদ ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের।

করোনা আক্রান্তদের সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। নয়া দিল্লিসহ বেশ কয়েকটি শহরে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এই মরণব্যাধির বিস্তার রোধের চেয়ে মৃত্যুহার কমানোকে অগ্রাধিকার দেওয়ার জন্য এরই মধ্যে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলা

এ দিকে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্রমর মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন গবেষণা প্রতিষ্ঠান কভ-ইন্ডিয়া-১৯ আভাস দিয়েছে, ১৫ জুলাই নাগাদ ভারতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭০ হাজার থেকে শুরু করে ৯ লাখ ২৫ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড