• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত আক্রমণে পাকিস্তানের ৩ বিমান ঘাঁটিতে চীনা সৈন্য প্রস্তুত

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন ২০২০, ১৯:১৩
চীনা সেনা বাহিনী

লাদাখ নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও লাগাতার বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। নিজেরদের অবস্থান থেকে কিছুতেই সরতে চাইছে না চীন। তা আরও স্পষ্ট হলো পাকিস্তানে চীনা বিমানবাহিনীর তৎপরতা দেখে।

জানা যায়, পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে মোতায়েন করা আছে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের যুদ্ধবিমান। শুধু তাই নয়, কান্দানওয়ারি, রহিম যার খান ও সুককুর বিমানঘাঁটিতে মজুত রয়েছে চীনা ফৌজের অনেক সেনা। জানা গিয়েছে, পাক বিমানঘাঁটিগুলিতে চিনের প্রায় ২০টি জেএফ-১৭, জে-২০ সহ অন্য বিমান রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে পাকিস্তানের সহযোগিতায় পাঞ্জাব, রাজস্থান ও পাক অধিকৃত কাশ্মীরের দিকে সেকেন্ড ফ্রন্ট খুলতে পারে চীন বলেই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চীন ও পাকিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বিমানবাহিনীও। সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে '৯কে৩৮ ইগলা' মিসাইলের দ্রুত আমদানি করতে চলেছে ভারত। এর মাধ্যমে ভারতীয় আকাশ সীমায় ঢুকলে চীনা ও পাকিস্তানী যুদ্ধবিমানকে সহজেই ধরাশায়ী করতে পারবে বলে ভারতীয় বাহিনীর জানিয়েছে।