• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিবাসীদের ফেরত পাঠাতে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন ২০২০, ০৮:৪৪
অভিবাসীদের ফেরত পাঠাতে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে
মার্কিন জনগণ (ছবি : প্রতীকী)

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন এক আদেশে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষমতা বেড়েছে ট্রাম্প প্রশাসনের। এক্ষেত্রে আশ্রয়প্রার্থীদের দাবি ফেডারেল বিচারকের কাছে না পাঠিয়ে তাদের তাৎক্ষণিক ফেরত পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রুল জারি করেছেন দেশটির সর্বোচ্চ এই আদালত।

এবার ৭-২ ভোটে জেতা এ রুলে বলা হয়, যেসব আশ্রয়প্রার্থী তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হবেন তারা তাৎক্ষণিক ফেরত পাঠানোর যোগ্য বলে বিবেচিত হবে।

শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর এক অভিবাসীর আশ্রয় প্রসঙ্গে শুনানিতে এ আদেশ দেন মার্কিন আদালত। ওই ব্যক্তি শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসলেও দেশে ফিরলে তার কী ক্ষতি হতে পারে তার পর্যাপ্ত তথ্য উপস্থাপনে ব্যর্থ হন। সম্প্রতি মেক্সিকো সীমান্ত পার হওয়ার পরপরই আটক হন ওই শ্রীলঙ্কান।

২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের ১০০ মাইলের ভেতর এবং প্রবেশের ১৪ দিনের মধ্যে আটক অবৈধ অভিবাসীদের তাৎক্ষণিক ফেরত পাঠাচ্ছে দেশটি। ক্ষমতায় আসার পর থেকেই এ কার্যক্রমের ব্যপ্তি বা ফেরত পাঠানোর বিষয়ে কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন : অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়ে হুঁশিয়ারি ডব্লিউএইচওর

তবে গত মঙ্গলবার (২৩ জুন) এ ধরনের একটি পরিকল্পনা বাতিল করে দিয়েছেন ফেডারেল আদালত।

সূত্র : এপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড